আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
অবশেষে প্রকাশিত হল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায়। আজ শনিবার রায়টি প্রকাশ করেন হাইকোর্ট। রায়টি মোট ১৫৮ পৃষ্ঠার।
আগস্টের এক তারিখে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে ওই দিনই দলটির নিবন্ধন বাতিল হয়। এ দলের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আর কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তবে আমার ক্ষুদ্র মাথা বলে,যাহা লাউ তাহাই কদু এতে জামাতের কোন ক্ষতিই হবে না, বরং তারা ভিন্ন নামে আবার সংঘটিত হবে। জামাতের একটা বিরাট লাভ হল এই রায়ে।
তাদের গা থেকে রাজাকারীর তোকমা মুছে গেল আজীবনের জন্য। আর কেউ তাদের কে যুদ্ধাপরাধী বলতে পারবে না। আমার কেন যেন মনে হচ্ছিল জামাত এই রায়ে খুশি এবং গোপনে হলেও আওয়ামী লীগ কে ধন্যবাদ জানাবে তাদের এই দ্বিতীয় জন্ম দ্বানের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।