আমাদের কথা খুঁজে নিন

   

খান সৈয়দ পাকিস্তান তালিবানের নতুন প্রধান

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় গতকাল শুক্রবার পাকিস্তান তালিবান বাহিনীর প্রধান হেকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর খান সৈয়দকে বাহিনীটির নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। খান সৈয়দ সাজনা নামেও পরিচিত। আল জাজিরা বলছে, তেহরিক-ই-তালিবানের শুরা বা পরামর্শক পরিষদ আজ শনিবার সৈয়দকে নেতা নির্বাচিত করেছে।

এর আগে দক্ষিণ ওয়াজিরিস্তানে সংগঠনটির কাজের দায়িত্বে ছিলেন খান সৈয়দ। তিনি মেহসুদের অত্যন্ত অনুগত এক যোদ্ধা ছিলেন—এর বাইরে তাঁর সম্পর্কে বেশি কিছু জানা যায় না।
আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় মেহসুদসহ চার ব্যক্তি নিহত হওয়ার পর পাকিস্তান গতকাল শুক্রবার থেকে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।