আমাদের কথা খুঁজে নিন

   

‘আ. লীগ-বিএনপির ভুল কৌশলের সুযোগ নিচ্ছে জামায়াত’

শনিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সভাপতি সেলিম বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ ভুল কৌশলে পরিচালিত হচ্ছে। তারা পরস্পরকে একমাত্র রাজনৈতিক শত্রু ভাবছে। আর জামায়াত সেই সুযোগকে কাজে লাগিয়ে সংগঠিত হচ্ছে। ”
জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তিনি।
নাগরিক ঐক্যের সঙ্গে সিপিবি ও বাসদের মতবিনিময় সভায় সেলিম বলেন,  মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।


ফাইল ছবি এজন্য সিপিবি-বাসদ আগামী রোববার থেকে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন প্রচারাভিযান শুরু করবে বলেও জানান তিনি।
ফাইল ছবি
সভায় আওয়ামী লীগ ও বিএনপিকে বর্জন করতে দেশবাসী প্রতি আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের মানুষ একটি বিকল্প রাজনৈতিক শক্তিকে সক্রিয় দেখতে চায়। ”
এ অবস্থায় এখনো কোনো দলের সঙ্গে জোট না হলেও নাগরিক ঐক্য ও কয়েকটি রাজনৈতিক দল বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে বলে জানান তিনি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বলেন, “বর্তমানে দেশে এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা তো দূরের কথা, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরও দুঃসাধ্য হয়ে পড়েছে।


আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার মধ্য দিয়েই দেশের চলমান সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।