আজ আপনার জন্মদিন, দিনটি নিশ্চয়ই আনন্দঘনভাবে কাটবে?
না, এবার হয়তো খুব বেশি আনন্দ করতে পারব না, কারণ শরীরের অবস্থা ক'দিন ধরে ভালো যাচ্ছে না। আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো, তাই জ্বর, সর্দি, কাশি সবার মতো আমাকেও ভোগাচ্ছে। জন্মদিনে সবার দোয়া চাই, শুধু আমার জন্য নয়, সানি এবং আমার দু'বাচ্চার জন্যও সবাই দোয়া করবেন। । হ্যাঁ, সানি এবং বাচ্চারা চাচ্ছে জন্মদিনে ছোটখাটো করে হলেও যেন কিছু করি।
তাই ওদের মন রাখতে একেবারেই ঘরোয়াভাবে জন্মদিন পালনের আয়োজন করব। পাশাপাশি এতিমখানায় খাবার বিতরণ ও এতিম শিশুদের সঙ্গে সময় কাটাব।
অভিনয় নিয়ে নতুন করে কিছু ভাবছেন?
আসলে অভিনয় হচ্ছে আমার প্রধান ভালো লাগা ও ভালোবাসা। তাই জীবনের শেষ দিন পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াতে চাই। এক্ষেত্রে ভালো কাজ করাই আমার অন্যতম লক্ষ্য।
নির্মাতা নতুন কিংবা পুরনো, এ ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নেই। শুধু মানসম্মত চিত্রনাট্য চাই। চিত্রনাট্যের সঙ্গে অতীতেও আপস করিনি, আগামীতেও করব না।
সম্প্রতি অনিমেষ আইচের 'জিরো ডিগ্রি'র কাজ ছেড়ে দিলেন, কিন্তু কেন?
অনিমেষ আইচ অত্যন্ত ভালো একজন নির্মাতা, মাহফুজ আহমেদও উঁচুমাপের অভিনেতা। দুজনই আমার কাছের এবং অত্যন্ত প্রিয় মানুষ।
কিন্তু 'জিরো ডিগ্রি'র চিত্রনাট্য পড়ে মনে হয়েছে কাজটি আমার জন্য নয়। তাই ছেড়ে দিতে হয়েছে। আমি সব সময় ভালো কাজের অপেক্ষায় থাকি। ভালো হলে বছরে একটি বা একাধিক কাজ আর না হলে একটিও করব না। কারণ এতদিনের অর্জিত সুনাম বজায় রেখে এগুতে চাই।
ছোট পর্দার নাটকের ক্ষেত্রেও একই বক্তব্য?
হ্যাঁ, তবে এখন থেকে আমার নিজস্ব প্রযোজনা সংস্থা স্বাধীন প্রোডাকশনের বাইরে কোনো নাটকের কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।
চলচ্চিত্র পরিচালনায় শীঘ্রই আসছেন?
হ্যাঁ, আগামী ২-১ মাসের মধ্যে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে দর্শকের জন্য বড় ধরনের একটি চমক থাকছে। নিজের প্রোডাকশন থেকে একটি এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তাদের শতমত চলচ্চিত্রটি পরিচালনা করব। সব কিছু চূড়ান্ত করে সবাইকে মহাচমক দেব। এজন্য সবার দোয়া চাইছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।