আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই। তাই বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে প্রথম একাদশ সাজান কন্তে।
তবে লক্ষ্যভেদে ব্যর্থতায় দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রিয়া পির্লো ও স্ট্রাইকার ফাবিও কুয়াগলিয়ারেল্লাকে নামাতে বাধ্য হন তিনি।
তার সুফল পেতেও দেরি হয়নি। মাঠে নামার দুই মিনিট পরই কুয়াগলিয়ারেল্লার জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসে।
তবে ফরাসী মিডফিল্ডার পল পোগবার ফিরতি শট কেউ ঠেকাতে পারেনি। ৭৭ মিনিটের এই গোলেই হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা জুভেন্টাসের জয় নিশ্চিত হয়ে যায়।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগের দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে রোমা ও নাপোলির সংগ্রহ ৩০ ও ২৫ পয়েন্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।