আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাফিক্স কার্ডের দাম কমেছে apni ki janen

ঢাকার প্রযুক্তি বাজারে গ্রাফিক্স কার্ডসহ কিছু পণ্যের দাম কমেছে। বিক্রেতারা জানান, বাজারে ক্রেতার আনাগোনা এখন বেশ ভালোই। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আই-৩ ৩.৩০ গিগাহার্টজ (গি.হা.) ৯,৪০০ টাকা; কোর আই-৩ ৩.১০ গি.হা. ৮,০০০ টাকা; কোর আই-৫ ৩.২০ গি.হা. ১৬,০০০ ও কোর আই-৭ ৩.৪০ গি.হা. ২৫,৫০০ টাকা।   মাদারবোর্ড: গিগাবাইট জিএ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০ টাকা; জি৪১এম কমবো ৫,৮০০; এইচ৬১এম ৪,৭০০ ও জিএবি৭৫এম এইচডি৩ ৬,০০০; ইন্টেল ডিজি৪১আরকিউ ৪৫০০ ও ডিজি৪১ডব্লিউভি ৫০০০ টাকা।

ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ ও জি-৬১এমএক্সই ৫,০৫০ টাকা। আসুস বি৭৫এম-এ ৬,২০০; এইচ৬১এম-ই ৪,৮০০ ও পি৮এইচ৭৭-এম এলই ৮,৯০০ টাকা। র‌্যাম: ডিডিআর-৩ অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা.) ১,৪০০ টাকা। এডেটা ৪ গি.বা. ৩,০০০ টাকা। ট্রানসেন্ড ৪ গি.বা. ৩,৩৫০ টাকা; ৮ গি.বা. ৫,৬০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৭০০ টাকা। হিটাচি ৫০০ গি.বা. ৪,৫০০ ও ১ টেরাবাইট ৬,০০০ টাকা। স্যামসাং ৩২০ গি.বা. ৭,০০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্  স্কয়ার ৯,৫০০ ও ১র্৮র্  ওয়াইড ৮,১০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্  ৮,০৫০ টাকা।

এলজি ১র্৭র্  (স্কয়ার) ৮,৮০০ টাকা। ডেল ১৭র্ র্  ৯,০০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ১৫.র্৬র্  ৬,৬০০ ও ২র্৭র্  থ্রিডি ৬২,৫০০ টাকা। ডেল ১র্৭র্  ৯,৬০০ টাকা। আসুস ১৮.র্৫র্  ৮,২০০ টাকা।

এলজি ১৬র্ র্  ৬,৫০০, ১৮.৫র্ র্  ৭,৮০০ ও ২১.৫র্ র্  ১২,৮০০ টাকা।   গ্রাফিক্স কার্ড: গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা. ৪,১০০ টাকা। গিগাবাইট ৫৪৫০ ১ গি.বা. ৩,২০০ টাকা। আসুস ইএএইচ৫৪৫০ ১ গি.বা ৩,২০০ ও এইচডি৬৪৫০ ২ গি.বা ৫,২০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ১৬এক্স ১,৭০০ টাকা।

আসুস ২৪ এক্স ১,৬৫০ টাকা। কেসিং: স্পেস ১,৯০০ থেকে ৪,০০০ টাকা। গোল্ডেন ফিল্ড ২,০০০ থেকে ৩,০০০ টাকা। ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ টাকা। গিগাবাইট ২,১০০ টাকা ও মারকারি ১,৬০০ থেকে ১৮০০ টাকা।

মাউস: এফোরটেক ৩০০ থেকে ২,০০০ টাকা। লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: ৩০০ থেকে ২,৮০০ টাকা;  বেলকিন ৯০০ থেকে ৪,০০০ টাকা ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। স্পিকার: ইডিফেয়ার (২:১) ২,৬০০ টাকা মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ এবং অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।

পেনড্রাইভ: ট্রানসেন্ড ৪ গি.বা. ৪৫০ টাকা; ৮ গি.বা. ৫৫০ ও ১৬ গি.বা. ১০০০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা. ৪৮০ ও ৮ গি.বা. ৫০০ টাকা। এডেটা ৮ গি.বা. ৫৫০ ও ৩২ গি.বা. ১,৮০০ টাকা। ভেরিকো ৪ গি.বা. ৫০০ ও ৮ গি.বা. ৭০০ টাকা। মডেম: মোবিডেটা এজ ১০০ইইউ ২,৬০০ টাকা।

সনি এরিকসন জিসি৮৯ ৪,২০০ টাকা। টেকনো টিএম০০৮ ২২০০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০ টাকা; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০ টাকা। এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০ টাকা। এপসন এম-১২০০ ৭,২০০ টাকা।

ব্রাদার ব্রাদার ডিসিপি-জে৩১৫ডব্লিউ ৯,২০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০ টাকা; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০ টাকা। এডেটা ৫০০ গি.কা ৫০০০ ও ১ টেরাবাইট ৭,২০০ টাকা।

—সংগ্রহ: রাহিতুল ইসলাম
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।
post sabbir khan

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.