আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফ-মুঈনুদ্দীনের ফাঁসি

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে আনীত ১১টি অভিযোগের মধ্যে সবগুলোই প্রমাণিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের রায়ে তাদের বিরুদ্ধে আনীত ১১টি অভিযোগের মধ্যে ১, ২,  ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এবং ১১ নম্বর অভিযোগ অর্থাৎ সব অভিযোগই প্রমাণ হয়।

আজ রবিবার বেলা সাড়ে ১২টায় এ আদেশ দেয় মহামান্য আদালত।

আজ রোববার সকাল ১১টায় এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

১৫৪ পৃষ্ঠার এই রায়ের রায়ের ৪১ সংক্ষিপ্তসারের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারপতি শাহিনুর ইসলাম।

ট্রাইব্যুনালের অপর বিচারক মো. মুজিবুর রহমান মিয়া রায়ের দ্বিতীয় অংশ পড়েন। পরে ট্রাইব্যুনাল প্রধান  বিচারপতি ওবায়দুল হাসান সাজা ঘোষণা করেন।

অভিযুক্ত আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন পলাতক রয়েছেন। আশরাফুজ্জামান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে এবং চৌধুরী মুঈনুদ্দীন যুক্তরাজ্যে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।