আজ রবিবার পূর্ণ সূর্য গ্রহণ ঘটবে। বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে রাত ৯টা ২৮ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ বিকাল ৫টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।
এন্টিগুয়া এবং বারমুডা দ্বীপের উত্তর-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ১১ মিনিট ৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার মেচেরিয়া শহরের উত্তর-পূর্ব দিকে ওইদিন স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিট ৪২ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।
বারমুডা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের সোমালিয়ার গ্যালকাও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে।
আফ্রিকা মহাদেশের লাইবেরিয়ার গ্রীনভিল শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট ৪৩ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।
-আইএসপিআর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।