আমাদের কথা খুঁজে নিন

   

"বাংলাদেশে-ভারত" যৌথ উদ্যোগে স্বামী ববেকানন্দের ১৫০তম জন্মদিন উদযাপন এবং নিন্দুকের আত্মকথন"

যখন কোনো জাতীয়তাবাদী চিন্তার একজনকে বলতে শোনা যায়, ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য করতে চায় কিম্বা বর্তমান ক্ষমতাসীনরা ভারতের সেবা দাস হয়ে থাকতে চায়... তখন সরকারের নীতিনিদ্ধারকরা বলতে থাকেন ..নিন্দুকের কথায় কান দিয়ে লাভ নেই ..হা আমিও নিন্দুকের কথায় কান দিতে চাইনা ...আজ স্বামী বিবেকানন্দ এর ১৫০তম জন্মদিন .তিনি ছিলেন একজন প্রগতিশীল মানুষ,তিনি হিন্ধুধর্মের গোড়ামি দূর করার চেষ্টা করেছেন,কিন্তু তিনি বাংলাদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠির নেতা হতে গেলেন কবে, উনি সারা জীবন ভারতের বেদান্ত ধর্মীয় দর্ষনকে ১৯শতকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন ... আজ যখন রবীন্দ্রনাথের ১৫০তম জন্মদিন একসাথে পালন করা হচ্ছে ,সংস্কৃতিক চর্চার নাম ভারতীয় চলচিত্র আমদানি ,তাদের নিয়ে ফুর্তি করা ,তাদের দিয়ে shopping mall উদ্বোধন করা।তখন আমার অবুঝ মনে সংশয় সন্দেহের সৃষ্টি হয়।বর্তমান আগ্রাসী ভারত কি তার দর্শনে বিশ্বাসী ..কারণ তিনি বলতেন ---"বিবাদ নয় সহায়তা,বিনাশ নয় ভাব্গ্রহন ,মতবিরোধ নয় সহযোগীতা ও শান্তি" (স্বামী বিবেকানন্দ ) .."শান্তির" নামে তারা আজ পাখির মত আমাদের গুলি করে মারছে ,ভাব্গ্রহনের নামে -তাদের ছিনেমা আর উলঙ্গ সংস্কৃতি আমাদের দেশে প্রবেশ করাচ্ছে যদিও আমার দেশের একটি চ্যানেল ওই দেশের প্রচার করার অনুমতি দেয়না,"সহায়তার" নামে তার আমাদের বর্ডারে কাটা তারের বেরা,ভারত সীমান্তে মাদকদ্রব্যের ব্যবসা করছে ,ফারাক্কা ,টিপাইমুখ বাধ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করতে চায় ....এই যদি হয় অবস্থা তাহলে তার জন্মদিন পালন করার উদ্দেশ্য কি তা আমাদের কাছে স্পষ্ট ...তাইত বলি মাঝে মাঝে নিন্দুকের কোথায় কান দিতে হয় ? স্বামী বিবেকানন্দ ভারতের হিন্দুদের হিন্দু বলতে নারাজ ..মূলত সিন্ধু নদীর অববাহিকায় যারা বসবাস করে তাদের সবাইকে তিনি হিন্ধু বলতেন ...তিনি ভারতের হিন্দুদেরকে বেদান্তবাদী আক্ষা দিয়েছেলেন, তিনি বলতেন -বেদের প্রায় ৯৯% বিকৃত হয়ে গিয়েছে এবং যে ১% অবিকৃত আছে "হিন্দুদের" উচিত সেই ১%কে ভালোভাবে আকড়ে ধরা।আজ যারা যৌথভাবে তার এই জন্মদিন উদযাপন করছে তারা তার দর্শনকেই মানেনা,তারা কোন উদ্দেশে তার জন্মদিন পালন করছে এটা একেবারে স্পস্ট ?নিন্দুকের কথা যে,তাহলে একেবার মিথ্যা নয় ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।