আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রী নেট যখন চালিয়েছি তখন আরো চালাবো সকল operator এর open পোর্ট বন্ধ করে ছারব ইনশাল্লাহ।

এখন আমার রবিতে ফ্রী ইন্টারনেট চালাচ্ছি । আর এই নিয়ম বন্ধ করতে হলে রবি কে open ports গুলো বন্ধ করতে হবে। আর open ports গুলো বন্ধ করলে gp এর মত slow স্পীড হয়ে যাবে রবি। একদম damage হয়ে যাবে। রবি।

আমি একটি tune এ দেখলাম একজন লিখেছে রবিরা এই ফ্রী ইন্টারনেট চালু করে দিয়েছে রবির office থেকে। কিন্তু না । মনে রাখবে কোনো operator রাই চাইবে না ফ্রী ইন্টারনেট দিয়ে নিজেদের ক্ষতি করতে। তারা সবসময় এই ফ্রী ইন্তেরনেট বন্ধ করার তালে বসে আছে। আর যদি রবি ফ্রী ইন্টারনেট এ দিতো এমনই এমনিই তাহলে সবাই robi দিয়েই ইন্টারনেট চালাতো।

অনন্য operator রাও বিপাকে পরত তারা বাবসা করতে পারতো না।
আমাদের দেশের internet এর দাম এম্নিয়তেই অনেক বেশি। আমার অনেকে এর আগে অনেক আন্দলন করেছি internet এর দাম কমাবার জন্য কিন্তু কিছুই হয়নি। তাই আমারাও ফ্রী ইন্টারনেট চালিয়েছি। এবং চালিয়েই যাবো জতদিন না পর্যন্ত তারা ইন্টারনেট এর দাম কমাবে না।

একটা কথা
ইনশাল্লাহ একদিন আমার প্রজুক্তিতে সকল দেশকে ছাড়িয়ে যাব।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৮ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.