আমাদের কথা খুঁজে নিন

   

MP3 রিংটোনকে M4R এ কনভার্ট করে আইফোনে ব্যাবহার করবেন যেভাবেঃ

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।
 
অনেকের কাছে হয়ত অন্যের কাছ থেকে আনা, অন্য ফোনের জন্য করা বা যেভাবেই হোক mp3 ফরম্যাটের রিংটোন আছে। কিন্তু সেই রিংটোন গুলো আইফোনে ব্যাবহার করতে পারছেন না। তাই আমি আজ দেখাব কিভাবে তা আপনি আইফোনে ব্যাবহার করবেন।

অনেকেই হয়ত জানেন, যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।
যা যা লাগবেঃ
* কম্পিউটারে iTunes ইন্সটল থাকতে হবে।
* রিংটোন গুলো এক জায়গায় একটি ফোল্ডারে রেখে নিলে ভাল হয়।
* ফরম্যাট ফ্যাক্টরি - Format Factroy থেকে সফটওয়্যারটি কম্পিউটারে ইন্সটল করে নিতে হবে। তবে ইন্সটল করার সময় খেয়াল রাখুন যাতে Ask Toolbar & Desktop Weather ইন্সটল না হয়।

এসব অপশন আসলে টিক উঠিয়ে বা Decline সিলেক্ট করে ইন্সটল করে নিন।
 
Format Factory ইন্সটল করার পর এবার নিচের ছবির মত Audio সিলেক্ট করে M4R ফরম্যাট সিলেক্ট করুন।

এবার Add File এ ক্লিক করুন।

এবার যেখানে MP3 রিংটোন রেখেছেন তা সিলেক্ট করুন। ইচ্ছা করলে বিভিন্ন ফোল্ডার থেকে অ্যাড করে করে এনে নিতে পারবেন।



সবগুলো আনা হয়ে গেলে OK চাপুন। যদি সবগুলো না আসে তবে Add File ক্লিক করে আরও অ্যাড করতে পারবেন।

এবার নিচের ছবির মত Start চাপুন।

Complete হয়ে গেলে Output Folder এ ক্লিক করুন।

আর Default সেটিং থাকে তাহলে এমনিতেই Output Folder ওপেন হবে।



এবার Output Folder থেকে রিংটোন গুলো একটা নতুন ফোল্ডার বানিয়ে এক জায়গায় সেভ করে রাখুন। সেভ করার পর iTunes ওপেন করে Add File to Library or Add Folder to library সিলেক্ট করে রিংটোন গুলো iTunes এ নিয়ে নিন। যদি প্রতিটা রিংটোন এ ডাবল ক্লিক করেন তাহলেও iTunes এ ছলে যাবে। অথবা সবগুলো রিংটোন সিলেক্ট করে ধরে নিয়ে iTunes এর উপর ছেড়ে দিলেও তা iTunes এ চলে যাবে। এবার নিচের ছবির মত স্টেপ বাই স্টেপ দেখে Sync করলেই তা Settings - Sounds এ রিংটোন হিসেবে পাবেন।



এরকম আরও দরকারি পোস্ট পেতে আইফোন টিপস ঘুরে আসুন।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।