আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান হুশিয়ার নিন্দুকের দল

আমি তোমাদের গান গাই

শুরু করতে চাই বাংলা ওয়াশ দিয়ে। নিসন্দেহে বলা যায় আমরা ক্রিকেট বিশ্বে এখন শক্তিশালি দলে রুপান্তরিত হতে পেরেছি। বাংলাদেশ প্রমান করল,সাকিব,তামিম,নাফিজ,আশরাফুল ছাড়াও অনেক ভাল খেলে জয় ছিনিয়ে আনতে পারে। পারে কি আর কোন দল এমন ভাবে জয় আনতে। ভারত থেকে যদি প্রথম সাড়ির দুজনকে বসানো যায়,তাহলে সাদার ছেয়েও সাদা হয়ে ঘরে ফিরবে।

পাকদের কথা কি বলব তারাও ইন্ডিয়ার মতই অবস্থায় পরবে। এদের কে উল্লেখ্য করে বলার কারন নিশ্চয় সবার জানা। বাংলাদেশ এর সাথে ক্রিকেট খেলার আপত্তি এমনকি বাংলাদেশের খেলোয়াড় নিয়ে আইপিএল খেলার ও দ্বিমত পুষন করেছিলো। পাকরা তো বুঝিয়ে দিল তারা কেন বিপিএল খেলবেনা। সব নিন্দুকেরা আজ থাকিয়ে দেখেছে বাংলার আসল রুপ,শুনেছে বাঘের গর্জন।

তাই সাবধান হুশিয়ার নিন্দুকের দল নইলে বাঘের থাবায় সাদামাটা হয়ে নিজেদের চেহারা চিনতেই ভুল হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।