আমাদের কথা খুঁজে নিন

   

৪৪৪ আর ১৭... !!! কাকতালীয় ...!!??

জানতে চাই প্রতিদিন নতুন কিছু.... ঘড়িতে ৪:৪৪ বাজলেই আমার চোখ চলে যেত............ খুব অবাক হতাম... অনেককেই জিজ্ঞেস করেছি, এটা কেন হয়..? সবায় হাসতো... কিন্ত আমি দেখেছি আমি যেখানেই থাকি ৪৪৪ এ আমার চোখ আটকে যেত... আর একটি সংখ্যা, তা হলো ১৭.. পড়তে গেলে হঠাৎ হয়তো পৃষ্ঠায় চোখ পড়ল, দেখব ১৭ নয় ৪৪.... ১৭ বহুভাবে আমার জীবনে আসছে, তার মধ্যে কয়েকটি হলো আমার চাকুরীতে যোগ দেবার তারিখ ১৭.... !! আমার আইডি কার্ড এ নাম্বার ১৭.... !!! প্রথম ডেট ১৭.... !! এগুলো ভাল সব স্মৃতি কিন্তু সর্ব শেষ ১৭ আর ৪৪৪ এসেছে ভয়াবহ ভাবে..... :-( আমার ভালবাসার মানুষটি জীবন থেকে বিদায় নেবার তারিখ ১৭... !! আর তার বয়স হয়েছিল ৪৪ বছর ৪ মাস...!!! হয়তোবা সবই কাকতালীয়.. . . এর পর থেকে ৪:৪০ বা ৪:০৪ এ গিয়ে রোজ চোখ আটকায়... তবে কি আমার মৃত্যূর বয়স ৪০ বছর ৪ দিন কিংবা ৪ মাস.... !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।