আমাদের কথা খুঁজে নিন

   

নিউ ইয়র্ক ম্যারাথনে কেনিয়ার সাফল্য

ঘুর্ণিঝড় ‘স্যান্ডি’র কারণে গত বছরের নিউ ইয়র্ক ম্যারাথন বাতিল হয়ে যায়। তাই বুঝি এবার রেকর্ড ৫০ হাজার ৭৪০ জন দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেয়।
এদিনও ব্রুকলিনের আবহাওয়া ছিল বেশ প্রতিকুল। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস হলেও ঝড়ো হাওয়া প্রতিযোগিতাটিকে করে তুলেছিল আরো কঠিন।       
ছেলেদের বিভাগে শিরোপা ধরে রেখেছেন মুতাই।

মেয়েদের বিভাগে সবার আগে দৌড় শেষ করেন জেপতু। তবে এর মাঝেই ২ ঘণ্টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে দৌড় শেষ করেন মুতাই। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ইথিওপিয়ার সেগায়ে কেবেদা ও দক্ষিণ আফ্রিকার লুসাফো এপ্রিল।
ছেলেদের বিভাগে শিরোপা ধরে রেখেছেন মুতাই।
মেয়েদের বিভাগে সবার আগে দৌড় শেষ করেন জেপতু।


আর ২ ঘণ্টা ২৫ মিনিট ৭ সেকেন্ডে ফিনিশিং লাইনে পৌঁছান জেপতু। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ইথিওপিয়ার বুজুনেশ দেবা ও লাটভিয়ার ইয়েলেনা প্রুকোপচুকা।
এই জয়ের ফলে নিউ ইয়র্ক ম্যারাথনের এক লাখ ডলার প্রাইজ মানির সঙ্গে বিশ্ব ম্যারাথন মেজরের বোনাস হিসেবে পাঁচ লাখ ডলার পেয়েছেন জেপতু।
ছেলেদের বিভাগে কেবেদা দ্বিতীয় হলেও সব মিলিয়ে তিনিও পেয়েছেন পাঁচ লাখ ডলারের বোনাস।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।