আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আয়রন লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা: রনি

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কথা উল্লেখ করে সরকার দলীয় সংসদ সদস্য গোলাম  মাওলা রনি বলেছেন, এই মুহুর্তে পৃথিবীতে যদি কেউ শক্তিশালী আয়রন লেডি হিসেবে স্বীকৃতি পেয়ে থাকেন, তিনি হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের মধ্যে রাজনৈতিক যে ক্ষমতা, সেখানে দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি এক ‘টকশো’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্য অতিথি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।  

তিনি বলেন, এখন রিমট কন্ট্রোল প্রধানমন্ত্রীর হাতে।

শুধু তাই নয় ব্যাটারিও তার হাতে। রিমুট দিয়ে যে মেশিনটি চালাবেন তাও প্রধানমন্ত্রীর হতে। সারা পৃথিবীতে তার প্রশাংসা রয়েছে। গত ৫ বছরে তিনি দেখিয়ে দিয়েছেন, তার যে ক্ষমতায় বলয় তা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত জেনে গেছে।  

বর্তমান সরকারের আমলে যে কয়টি স্থানীয় নির্বাচন হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করে গোলাম মাওলা রনি বলেন, প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে বিরোধী দলের সমতির্থ প্রাথী অংশ গ্রহণ করেনি।

বিরোধী দল বার বার বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। পরে স্থানীয় যে কয়টি নির্বাচন হয়েছে। সেখানো প্রত্যেকটিতে নির্বাচনে বিরোধী অংশগ্রহণ করেছে। ঠিক জাতীয় নির্বাচনে বিরোধী দল বলছে তার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না, শেষ দেখা যাবে বিরোধী দল জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করবে।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।