আমাদের কথা খুঁজে নিন

   

ওজ দর্শন!

অ্যাপল ও গুগলের যৌগভাবে কাজ করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন স্টিভ ওজনিয়াক। পরিধেয় প্রযুক্তিপণ্যের উন্নয়নে ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা জরুরি বলে মনে করছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা। ‘সিলিকন মস্তিষ্ক’ বলা হয় অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াককে। স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের বন্ধুত্ব হয়তো সবার জানা। সত্তুরের দশকে এ দুই প্রতিভাবানের বন্ধুত্ব প্রযুক্তির ইতিহাসে অ্যাপল নামের একটি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে।

স্টিভ জবস আজ আর নেই কিন্তু স্টিভ ওজনিয়াক এখনও প্রযুক্তি ‘গুরু’ হিসেবে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি বিবিসিকে এক সাক্ষাত্কারে ওজনিয়াক জানিয়েছেন, তিনি অ্যাপল ও গুগলের বন্ধুত্ব চান। শুধু তাই নয়, তাঁর দর্শন হচ্ছে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করলে লাভবান হতে পারে। স্টিভ ওজনিয়াক জানিয়েছেন, অ্যাপল ও গুগলের একসঙ্গে কাজ করা উচিত। অ্যাপল যদি গুগলের সঙ্গে পেশাদার সম্পর্ক স্থাপন করে তাহলে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

অ্যাপলের ভয়েস অ্যাসিসট্যান্ট সার্ভিস সিরির উন্নয়ন, পরিধেয় প্রযুক্তিপণ্য, স্মার্ট গ্লাস, স্মার্ট ওয়াট প্রভৃতি তৈরিতে অ্যাপল ও গুগল একসঙ্গে কাজ করতে পারে।

ওজনিয়াক অ্যাপল ও গুগলের যৌগভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দিলেও দুই প্রতিদ্বন্দ্বী কীভাবে এক হতে পারে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিষ্ঠান দুটি কীভাবে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে কিছু জানি না। তবে আমি যদি সেখানে থাকতাম তবে অবশ্যই এটা সম্ভব হতো। ’ সমঝোতার ক্ষেত্রে সম্ভাবনার পাশাপাশি আশঙ্কার কথাও বলেছেন ওজনিয়াক। তাঁর মতে, যৌথভাবে কাজ করার ধারণাটি হয়তো ভুল হতেও পারে।

কারণ, এক্ষেত্রে ব্যবসার অনেক বিষয় জড়িত থাকে। প্রতিষ্ঠাগুলোকে অনেক সময় তাদের ব্যবসার বিষয়টিই দেখতে হয়। ’


ওজনিয়াক গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারের পাশাপাশি স্যামসাংয়ের তৈরি স্মার্টফোনেরও প্রশংসা করেছেন। তাঁর মতে, অ্যাপলের সিরি সফটওয়্যারটি অ্যান্ড্রয়েডের গুগল নাউয়ের মতো শক্তিশালী নয়। তাই গুগল ও স্যামসাংয়ের সঙ্গে অ্যাপল যৌথভাবে কাজ করলে উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও জানান তিনি।

তাঁর মতে, ভবিষ্যতে কম্পিউটার আরও বেশি স্মার্ট ও বুদ্ধিমান হয়ে যাবে। তাই উন্নত প্রযুক্তি উদ্ভাবনে সবার একসঙ্গে কাজ করা উচিত।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।