পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে আওয়ামী লীগ ও বিএনপি, দুমকি উপজেলায় আ'লীগের দু-গ্রুপে সংঘর্ষ এবং সদরের শৌলা বাজারে পুলিশের সাথে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষে উভয় দলের অন্তত ৭০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
আজ বেলা ১১টার দিকে হরতালের পক্ষে বিপক্ষে মিছিল চলাকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয় আ'লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে। আহতদের গলাচিপা, পটুয়াখালী হাসপাতাল ও বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। এ সময় ওই বাজারের আ'লীগ ও বিএনপি সমর্থকদের অন্তত ২০টি দোকান-পাট ভাংচুর করেছে দু'দলের নেতা-কর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রাঙ্গাবালী শহরে হরতালের সমর্থনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। একই সময় উল্টো দিক থেকে হরতালের বিপক্ষে মিছিল আসে আওয়ামী লীগের। এক পর্যায়ে উভয় দলের মিছিল মুখোমুখি হলে নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এর পর শুরু হয় উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে ইটপাটকেল নিক্ষেপ এবং কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় উভয় পক্ষের অন্তত ৪০জনকে।
এ সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়লে রাঙ্গাবালীর ছোট বাইশদিয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে স্থাণীয় ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে বিভিন্ন আসবাব পত্রসহ তথ্য সেবা কেন্দ্রের সমস্ত মালামাল ভাংচুর করে। এ সময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগ নেতা আব্দুল মান্নান হাওলাদার ও তার পুত্র উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহামুদ হাসান গুরুত্বর আহত হলে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে আহত হয় ১০জন।
এদিকে একই সময় দুমকি উপজেলায় আওয়ামী লীগের আধিপত্যকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের আসবাব পত্র ভাংচুর করেছে নিজ দলের নেতা-কর্মীরা।
এতে উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আকন সেলিমসহ ছাত্রলীগের অনন্ত ১০ নেতা-কর্মী আহত হয়।
এছাড়া সদর উপজেলার শৌলা ব্রীজ এলাকায় সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে ছাত্রদল-যুবদলের মিছিল ও পিকেটিং কালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল ও যুবদলের অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি করে পিকেটারদের ছাত্রভংঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।