নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখন কিছু বলতে পারছিনা... অনুসন্ধান কখন শেষ হবে সেটাও জানি না আমি । সচেতন ও বলা যায় না নিজেকে অচেতন ও না তাই আমার এই অবচেতন অবস্থান ।
আজকে হঠাৎ করে অতীতের কথা মনে পরছে । অনেক বড় সন্ত্রাসী ছিলাম তখন । কয়েক ধরনের বন্দুক ও ছিল আমার কাছে , সাথে ছিল হলুদ , সবুজ , লাল কয়েক রঙ এর গোল গোল ছোট ছোট গুলিও।
যাকে ইচ্ছা তাকে গুলি করতাম । আমাদের বারান্দা থেকে কত পথচারীকে যে গুলিবিদ্ধ করেছি তার সঠিক হিসাব আমারো জানা নেই । এরকম হালকা শীতের বিকেলে বন্দুক হাতে ঐ বিশাল মাঠে কত যে দৌড়ে বেরিয়েছি বন্ধুদের সাথে , বর্ষা কালে ঐ মাঠের বড় বড় সবুজ ঘাসের তলে জমে থাকা পানিতে পটকা না কি জানি নামের এক মাছ থাকতো , কত যে মাছ তখন পলিথিনে জমা করতাম আমরা। লুকোচুরি খেলা টা ছিল তখন আমাদের জাতীয় খেলা । মারামারি করা ছাড়া হয়তো বাসায় ফিরিনি একদিন ও ।
এখন আমাকে দেখে বুঝার কোনই উপায় নাই যে আমি এতো বড় সন্ত্রাসী ছিলাম । ঐ মাঠ টা এখন নেই , ওখানে বাসা বানিয়ে থাকছে কারা যেন । আমার ঐ বন্ধু গুলাও কেউ নেই কারা কোথায় হারিয়ে গেছে কে জানে আমার তো তাদের নাম ও মনে নেই যে ফেইসবুকে সার্চ করবো । তবে তাদের কথা ঐ সময়ের অনুভূতি সবই মনে পরে । অনেক বড় প্রেমীক ও ছিলাম সেই সময় ।
মনে পরে দোতালার এক পিচ্চি মেয়ে কে (আমি যদিও পিচ্চিছিলাম তবে নিজেকে বড় ভাবতাম এখন যেমনটা ভাবি ) টেনে নিয়ে এসে ছিলাম আমাদের বাসায় । আমার ছিল বস্তা ভর্তি খেলনা পাতিল । যদিও মেয়েরা খেলতো এই সব দিয়ে তবে ঐ সময় আমি এসব জানতাম না তাই আমিও খেলতাম । গাড়ী , বন্দুক খেলনা পাতিল সব এক সাথে একটা বস্তায় নিয়ে ঘুরতাম এ ঘর থেকে ও ঘর । যাই হোক ঐ পিচ্চি মেয়ে টা কে বস্তা থেকে একটা একটা খেলনা বের করে দেখাচ্ছিলাম আর তার উজ্জ্বল মুখ দেখে গর্ববোধ করছিলাম ।
ওটাই হয়তো ছিল আমার প্রথম কোন মেয়েকে ইম্প্রেস করা । ঐ মেয়ের নাম আমার মনে নেই , কোথায় আছে কেমন আছে তাও মনে নেই , তবে মনে আছে তার সাথে বসে কোন এক বাংলা সিনেমা দেখেছিলাম এবং বারান্দা থেকে অন্যন্য বন্ধুদের গালাগালি করছিলাম সিনেমার নায়ক রা ভিলেন দের যেমন টা গালি দিতো নায়িকা থেকে দূরে থাকার জন্য । ঐ মেয়টা ঐ বন্ধুরা আমাকে মনে রেখেছে কিনা জানি না তবে আমি তাদের সাথে কাটানো অনেক কিছুই মনে রেখছি । নাম গুলো মনে নেই বলে মাঝে মাঝে খুব রাগ হয় নিজের তুচ্ছ স্মরনশক্তির উপর ।
যাই হোক যা বলছিলাম , ঐ সময় থেকেই আমি আমার জীবন সিনেমার নায়ক ।
বন্দুক হাতে ঐ ঘুরে বেরানো , যাকে তাকে মারা ঐ সময় টা অনেক মিস করি তবে এখন বড় হয়েছি , ফেলে দিয়েছি বন্দুক । শান্তির আহবান জানাই সবখানে । অহিংস থাকার চেষ্টা করি । বড় হয়েছি তাই বড় করার চেষ্টা করি মন টা কেও । কিন্তু অনেক বড়দের দেখি তারা এখনো বড় হয় নি বন্দুক হাতে এখনো ঘুরে বেড়ায় , যাকে তাকে মারে অনেক মজা করে তাদের কুকর্ম টেলিভিশন অন করলেই দেখি ।
হিংসায় ভরা থাকে তাদের মন । দোয়া করি তারা যেন একদিন বড় হয়ে যায় । কারন তাদের দেখে আমার নিজের ছোটবেলা মনে পরে এবং অতীত যতটায় মজার হোক তা শুধু দুঃখই দেয় , কষ্ট লাগে মনে কারন ঐ সময় টা তে আর ফিরে যাওয়া যায় না। যাই হোক বড় হোক সবাই । জয় হোক মানবতার ।
(এই পোষ্ট টা যারা পড়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন এটা শেয়ার করেন , আমাদের আশে পাশের যদি এখনো ছোট কেউ থেকে থাকে তবে তাদের বড় হওয়ার কথা মনে পড়বে এটা পড়লে সেই আশাতো করতেই পারি )
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।