আমাদের কথা খুঁজে নিন

   

লাভ ইস নাথিং জাস্টি মিসিং... ৬

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে... মন খারাপের গল্প লেখতে ভালো লাগেনা আমার। মন খারাপের গল্প লেখতে লেখতে এমন হয়েছে অবস্থা, এখন আর মন ভালোই থাকেনা। এ কোন মসিবতে পড়ে গেছি! নীলমেয়ে, তুমি নীল আকাশে উড়ে গেছো। আকাশ হয়তো তোমার থেকে অনেক দূরে। কিন্তু আমার তাতে কিছুই যায় আসেনা।

আমার চিন্তার সবটুকুজুড়ে কেবল- তুমি কতো দূরে। আকাশকে ছোঁয়া যায়না। শুধু দূর থেকে দেখা যায়। কিন্তু তোমাকে দূর থেকেও দেখা যায়না। ধরা-ছোঁয়া তো আরো আরো দূরের কথা।

সুতরাং আমার কাছে এখন তুমি আকাশের চেয়েও বেশি দূরে। দূরতম গ্রহে। আমি কখনো অস্ট্রেলিয়া যাইনি। কোনোদিন যাবোওনা। আমি ব্রিজবেন চিনিনা।

আমার চিনতেও ইচ্ছে করেনা। আমি মেলবোর্ন চিনিনা। চেনার ইচ্ছেও জাগেনা। আমি জানি, তুমি এখন ব্রিজবেন-মেলবোর্ন চষে বেড়াও। তোমার স্বপ্নেরা এখন তোমার মতোই রঙিন।

তোমার মতোই প্রাণচঞ্চল আর বিলাসী। আমি নিতান্তই নস্টালজিক মানুষ। অতীত আর অতীতের সুখ আকড়ে থাকতেই আমার ভালো লাগে। অতীতের কল্পনায় ডুবে থাকতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি। আমার তাই ভাবতে ইচ্ছে করেনা, তুমি চলে যাওয়ায় আমি কী হারিয়েছি।

আমার কাউকে বলতে ইচ্ছে করেনা, আমার প্রতিটি রাত কী নিদারুণ করুণ আকুতিতে ডুবে থাকে। আমি তোমাকেও আর বলবোনা এসব। আমার দু:খ জ্বালা আর হারানোর গল্প। আমায় ভালোবেসেছো, নাকি বাসোনি। এই প্রশ্ন এখন অবান্তর।

জীবনের জন্য ফেলে চলে যাওয়ার পর এসব ভাবনা নিছক অর্থহীনই শুধু নয়, হাস্যকরও বটে। আমি আর হাস্যকর কিছুর জন্ম দিতে চাইনা। আমার বোধ আর সুখ স্মৃতি নিয়ে কেবল বেচে থাকতে চাই। জানি কষ্ট হবে। নতুন করে ভালোবাসতে পারার ইচ্ছে জাগবে।

খুজে ফিরতে মন চাইবে, নতুন কোনো গাঢ় নীল রঙের রাধিকাকে। কিন্তু না; আমি সম্পূর্ণ হয়ে বাচতে চাই কেবল নিজের ভিতর। হতে পারে আমার নিজের ভিতরটা খুব সংকীর্ণ। কিন্তু তাতে অনায়েসেই জায়গা হবে আমার। দাতে দাত চেপে বেচে থাকা আমি শিখে ফেলেছি।

জোর করে হয়তো ভোলা যায়না, কিন্তু তারপরও বেচে থাকতে হয়। ওই বেচে থাকার পথটাই এখন আমার। ব্রিজবেনের আলো ঝলমল সন্ধ্যের চেয়ে আজিজ মার্কেটের সন্ধ্যে আমার অনেক প্রিয়। মেলবোর্নের আকাশ ছোয়া অট্টালিকা আর চোখ ধাধানো রাস্তা ঘাটের চেয়ে আমার যানজটে ভরা ঢাকা অনেক ঋদ্ধ। তোমার ব্রিজবেন আর মেলবোর্নে প্রাণ নেই।

তোমার ব্রিজবেন আর মেলবোর্নে জীবন নেই- প্রেম নেই। আছে কেবল নষ্ট কাম আর কামনা। আমি জানি, শিশুমেলার গেটের কথা তুমি ভুলে গেছো। ভুলে গেছো জাকারিয়ার করিডোর আর সিলিং ফ্যানের কথা। তোমার এ সব ভোলারই কথা।

এসবের ঐশ্বর্য বোঝার মন তোমার ছিলোনা। প্লাস্টিকের কৃত্রিমতায় প্রাণের স্পন্দন খোজা অহেতুক বোকামী। অস্ট্রেলিয়ান তোমাকে আমার মন ধরেনা; আমার মন বরং পড়ে থাকে মেঘনার শহরে বেড়ে উঠা তোমাতে। যে বিলীন হয়ে গেছে অনেক আগে। আমার ভালোবাসার সমান্তরালে।

আমার মন পড়ে থাকে, সেই তোমাতে- কে পাগল থাকে আমার ঘুম জড়ানো গলা শোনার দূর্দমনীয় কামনায়। যে পাগল থাকে তার বুকের ভাজে আমার মুখ টেনে নেয়ার নেশাগ্রস্ত বাসনায়। আমি জানি, ভালোবাসা রং বদলায়। তোমার মনের আকাশের চেয়ে দ্রুততম গতীতে। কিন্তু আমার জানা ভুল প্রমানিত হয় আমার কাছেই।

আমার ভালোবাসা রং বদলাতে পারেনা। আমার ভালোবাসা হয়ে থাকে আগের মতোই; প্রবল সন্দেহপ্রবন- বেখেয়ালী আর একরোখা। আমি এখনো ঠিক আগের মতো করেই ভাবি- তুমি কিভাবে শোও। কিভাবে তুমি ঘুম থেকে উঠে প্রথমবার চোখ খোলো। আমার ভালোবাসা এমনই।

তোমার অস্ট্রেলিয়ান রোদে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পরও বেচে থাকে ফেলে আসা স্মৃতি আকড়ে ধরে। আমি জানি। ভালোবাসা আসলে কিছুইনা, শুধু মাত্র স্মৃতি আকড়ে ধরা ছাড়া। লাভ ইস নাথিং জাস্ট মিসিং... লাভ ইস নাথিং জাস্ট মিসিং ৫ লাভ ইস নাথিং জাস্ট মিসিং ৪ লাভ ইস নাথিং জাস্ট মিসিং ৩ লাভ ইস নাথিং জাস্ট মিসিং ২ লাভ ইস নাথিং জাস্ট মিসিং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।