আমাদের কথা খুঁজে নিন

   

বড় পর্দাবিহীন পপি

এ বছরও বড় পর্দায় নেই পপি। কথা ছিল মুক্তি পাবে পপি অভিনীত দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'চাইলাম যারে পাইলাম তারে'। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছর মুক্তি পাচ্ছে না চলচ্চিত্রটি। এ ছাড়া মিঠুর 'মন খোঁজে বন্ধন' চলচ্চিত্রটিও মুক্তির তালিকা থেকে পিছিয়ে গেল। ২০১১ সালের শেষ দিকে মুক্তি পায় পপি অভিনীত 'গার্মেন্টস কন্যা' এটি হচ্ছে পপির মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র।

চলচ্চিত্রটির ব্যবসায়িক সফলতায় পপির ক্যারিয়ারে জোয়ার আসে। তার প্রতি আবার আগ্রহ দেখাতে শুরু করে দর্শক-নির্মাতারা। কিন্তু পপি তার পারিশ্রমিক বাড়িয়ে দিলে অনেক নির্মাতাই হতাশ হন। তারপরও বেশ কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু দু'একটি ছাড়া কোনোটির কাজ এখনো শেষ হয়নি।

ফলে ২০১২ ও ২০১৩ হচ্ছে পপিবিহীন চলচ্চিত্রের বছর। পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে পপি বলেছিলেন, 'সব কিছুরই দাম বাড়ছে। পারিশ্রমিক না বাড়ালে কিভাবে খেয়ে পরে বাঁচব। নির্মাতাদের কথা, নব্বই দশকে চলচ্চিত্রে আসা পপির সেই জনপ্রিয়তা এখন আর নেই। বয়সের কারণে দর্শকরা এখন তাকে নায়িকা হিসেবে মেনে নিতে নারাজ।

তারপরও তার জন্য মানানসই চরিত্র তৈরি করে বড় পর্দায় বাঁচিয়ে রাখতে চাই পপিকে। কিন্তু তার একঘেয়েমি মনোভাব আমাদের হতাশ করেছে। স্বল্প সময়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি নব্বই দশক ও ২০০০ সালের প্রথম পর্যন্ত আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে রুপালি জগতে এগুচ্ছিলেন। মাঝে-মধ্যে তাকে ঘিরে প্রেম-বিয়ের গুঞ্জন চাউর হলেও তা তার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারেনি। কিন্তু নির্মাতাদের কথায় অতিমাত্রায় চুজি হতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই করেছেন পপি।

ফলে গত কয়েক বছর বড় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। এ সময় প্রায়ই ছোট পর্দার নাটক-টেলিফিল্ম অভিনয় নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু পপির কথায় মানসম্মত গল্প ও চরিত্র পাচ্ছেন না বলেই তার হাতে চলচ্চিত্রের কাজ কম। এদিকে ফেরদৌস ও নীরবের বিপরীতে সম্প্রতি তার কাজ করা জাকির খানের 'চার অক্ষরের ভালোবাসা' চলচ্চিত্রটি ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও পপির প্রায় ছয় দিনের শুটিং বাকি থাকায় তা আর মুক্তি পাচ্ছে না। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে এটি।

ফলে এ বছরটি বড় পর্দাবিহীন অবস্থায় কেটে গেল পপির।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।