আমাদের কথা খুঁজে নিন

   

সব খান 'ভাই' নয়: সালমান

বিগ বস'র এবারের সিজনটি বেশ আলোচনায় উঠে এসেছে। সালমান খানের উপস্থিতির পাশাপাশি বলিউড সেলিব্রেটিরাও মাতিয়ে যাচ্ছেন প্রতিটি পর্ব।

সম্প্রতি আজাজ খান বিগ বস'র অনুষ্ঠানে এসে সাইফ আলী খান, সানি দেওল এবং শাহরুখ খানের চরিত্র বেশে দর্শকদের বিনোদিত করে গেলেন। আর এই পর্বেই শাহরুখ খানের চরিত্রটি উপস্থাপনের সময় তাকে 'ভাই' সম্বোধন করেন আজাজ। হঠাৎই সালমান বলে বসেন শাহরুখ ভাই হলো কবে থেকে? প্রথমটায় আজাজ এই কথায় হতভম্ব হয়ে গেলেও পরে সালমান নিজেই ব্যাপারটা সামাল এই বলে যে, সব খান 'ভাই' নয়।

এদিকে শাহরুখ আমন্ত্রণ পেলে বিগ বস'র যে কোন পর্বে যোগ দেবেন এমন খবরের পর সালমানের এমন কঠিন রসিকতা দুই খানের মধ্যের দ্বন্দ্বের কথা আবারও মনে করিয়ে দিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।