আমাদের কথা খুঁজে নিন

   

কেন এমনে ডাকো...

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই। কেন এমনে ডাকো বারে বারে এই আমারে; নিজেকে আড়াল করি কাছে থেকেও, দূরে সরি চলে যেতে চাই বাধঁণ ছিড়ে কেন যে ডাকো আমারে ফিরে ফিরে~ ফিকে হয়ে আসা জল রঙের ছবি কালি কলমের আচঁড়ে কবিতার কবি ছিড়ে যাওয়া কবিতার খাতা ময়লা হয়ে যাওয়া পাঞ্জাবীর হাতা নেই যে মলাট হয়নি ধোয়া নেই স্পর্শ, নেই যে ছোঁয়া~ তবু কেমনে নতুন কবিতা নতুন ছবি আঁকো কেন যে আমারে তুমি ফিরে ফিরে ডাকো। জীবনের এই গোলক ধাধা কেন যে এক সুতায় বাধা ভালোবাসার সংসারে কেন যে ডাকো আবার এই আমারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।