আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার হারার দিন -রূপকথার কাব্য

আমি খুব সাধারণ একজন মানুষ । একটু অন্তর্মুখী, নিজের মনের নিভৃত কোণেই বড্ড বেশি বিচরণ আমার । ভালবাসি সাহিত্যের খোলা পাতা, ভালবাসি প্রযুক্তির আঙ্গিনা আর ভালবাসি প্রাণের স্পন্দন । ফেসবুকে আমিঃ http://facebook.com/rupkotharkabbik খুব ছোটবেলায়, যখন তুই আর আমি পুতুল খেলতাম, বার্বি ডলের কাল্পনিক সংসারে তুই হতি মেয়ের বাপ আর আমি ছেলের মা, তখন তো তুই এমন ছিলি না । তারপর যখন একটু বড় হলাম কিশোরী মনের সাথে দেহেও যখন পরিবর্তনের ঢেউ, উচ্ছল তুই আমাকে দেখাতি নিত্য নতুন বান্ধবীর ছবি তখনও তো তুই এমন করিস নি । যৌবনের দ্বারে দাঁড়িয়ে আমাকে পরিচয় করিয়েছিলি তোর প্রেমিকার সাথে, স্নিগ্ধ হাসিতে যে আমার মুখে এনেছিল বিষাদের কালিমা কই, তখন তো তুই এ আশা দিস নি ! তবে আজ যে বড় ভালবাসার ডালি সাজিয়ে এসেছিস, যখন আমার চুলে এসেছে তুষারের ছোপ, কন্ঠে নেই তারুণ্যের আবেদন আর আমার মন ! সে তো কবেই মরেছে ! মরে বেঁচেছে ! আজ আর আমি জিতব না । আজ আমি জিততে চাই না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।