আমাদের কথা খুঁজে নিন

   

আমি........একেলা আমি।

আমি এখানে রয়ে যাই তোমাদের মাঝে, অনবরত মিথ্যা বলতে মিথ্যার সুখ আর কীসে মেলে? উদ্দেশ্যহীন মিথ্যার কচ্ছপ দৌড়ে আমার জয়-পরাজয় নেই। কেবল ভুলে থাকা সকল ক্ষত গভীর থেকে গভীরে। উদ্দেশ্যহীন মিথ্যাকে কি মিথ্যা বলা যায়? যায় না? অবশ্য....হ্যাঁ......সেসব দিনে বোট ক্লাবে, সমুদ্র পাড়ে যেসব মিথ্যার তীর ছুড়েছি সত্য কি কিছু ছিলনা তাতে? সত্য- মিথ্যা, মিথ্যা-সত্য সবই কি সময়ান্তে এক হয়ে যায় না? গোয়েবলস কি চেয়েছিল ? কিংবা প্রোটাগোরাস? আর ঈশ্বরের পুত্র সারা জীবন সত্য সাধনা করে গেলেন উদ্দেশ্যমূলক মিথ্যার উপর দাঁড়িয়ে!! তবুও - তোমরা সবাই চলে যাও বহুদূরে জীবন জীবিকার সন্ধানে। আমি এখানেই রয়ে যাই তোমরা নেই তবু তোমাদেরই মাঝে অনবরত মিথ্যা বলতে!!! Youngone ,CEPZ,12.oct.2009

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।