ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।
আজকের টি২০ ম্যাচের বাংলাদেশ টিমে জিয়াউর রহমান নেই। কে কে মনে করেন জিয়াউর রহমানকে দলে রাখা উচিত? আমার তো মনে হয় দল গঠনে সর্ব প্রথম জিয়াউর রহমানকে ডাকা উচিত। জিয়াউর রহমানকে ছাড়া বাংলাদেশ টি২০ টিম হয় কিভাবে?
Bangladesh (likely): 1 Soumya Sarkar, 2 Shamsur Rahman, 3 Mushfiqur Rahim (capt & wk), 4 Mominul Haque, 5 Naeem Islam, 6 Nasir Hossain, 7 Mahmudullah, 8 Sohag Gazi, 9 Abdur Razzak, 10 Mashrafe Mortaza, 11 Rubel Hossain/Al-Amin Hossain. --------- সুত্র: ক্রিকিনফো।
টি২০ তে একটি উইকেট যদি কোন রান না করে পড়েও যায় তেমন একটা ইফেক্ট পড়ে না, আবার যদি সে ২০ বলে ৪০ রান করে দেয় সেটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আমার তো মনে হয় জিয়াউর রহমানকে এজন্যই দলে রাখা উচিত। ওর মত হার্ড হিটার দলে একজনও নেই। সামসুর রহমান, মাশরাফি, নাসির হোসেন, সোহাগ গাজী, রাজ্জাক আর মুশফিক বাদে অন্য যে কাউকে বাদ দিয়ে জিয়াউর রহমানকে দলে নেয়ার পক্ষে আমি।
আপনাদের পছন্দের টিম থাকলে কমেন্টে লিখে দিতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।