আমাদের কথা খুঁজে নিন

   

শেষ দিন হরতাল ঢিলেঢালা

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে আজ বুধবার রাজধানীতে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগানো ও কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে বেশিরভাগ দোকানপাট এখনো বন্ধ রয়েছে।

তবে আজ রাজধানীর চিত্র অনেকটাই যেকোনো কর্ম দিবসের মতো। রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্কুলগুলোতে শিক্ষার্থী না থাকলেও অফিস আদালত চলছে স্বাভাবিক নিয়মেই।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক রণজিত্ সরকার প্রথম আলো ডটকমকে জানান, এই অটোরিকশার সামনে সংবাদপত্রের ব্যানার লাগানো ছিল। গোপন তথ্য থাকায় তারা এই অটোরিকশাটির পিছু নেয়।   সকাল পৌনে ছয়টার দিকে অটোরিকশাটি তেজগাঁও চ্যানেল-২৪ এর গলিতে থামে।   এরপর এটি থেকে দুজন বের হয়ে একজন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের ধরতে গেলে একজন পালিয়ে যায়।

তবে চালক আক্তার হোসেনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে আসা হয়েছে। তবে অটোরিকশার তেমন কোনো ক্ষতি হয়নি।

পুলিশের দাবি, চালক নিজেই এই অটোরিকশায় আগুন দেয়।

অন্যদিকে সকাল সাড়ে সাতটার দিকে কারওয়ান বাজারে পেট্রোবাংলা অফিসের গলিতে চারটি ককটেল ও পৌনে সাতটায় তিব্বতের গলিতে দুটি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল আলম এ তথ্য জানান।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।