গত ৫ অগাস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি মিউনিখের দলটি। এই টুর্নামেন্টসহ ঘরোয়া লিগ বুন্দেসলিগাতেও এখনো অপরাজিত আছে তারা।
মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে গত মৌসুমে ‘ট্রেবল’ জয়ী বায়ার্নের জয়ের নায়ক ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ। অধিনায়ক ডিফেন্ডার ফিলিপ লামের পাস থেকে জয়সূচক গোলটি করেন তিনি।
৬৫ মিনিটে লামের ক্রসে ডি-বক্সের মাঝ থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান মানজুকিচ।
এই গোল দিয়ে যেকোনো প্রতিযোগিতায় টানা ৩৪ ম্যাচে গোল করার কৃতিত্ব ধরে রাখলো জার্মান দলটি।
দারুণ একটি রেকর্ডও সঙ্গী হয়েছে বায়ার্নের। ১১ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার গড়া টানা নয় ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘বাভারিয়ান’ নামে পরিচিত বায়ার্ন। ২০০২-০৩ মৌসুমে রেকর্ডটি গড়েছিল স্পেনের দলটি।
গ্রুপ ‘ডি’ থেকে সেরা ১৬ নিশ্চিত করেছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিও।
রাশিয়ার সিএসকে মস্কোকে ৫-২ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চের দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা।
সমান চারটি করে ম্যাচ খেলে শতভাগ সাফল্য পাওয়া বায়ার্নের পয়েন্ট ১২। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। মস্কো ও প্লজেনের পয়েন্ট ৩ ও ০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।