আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহের পূর্বে ‘ গায়ে হলুদ ’ অনুষ্ঠান হয় কেন ? গায়ে হলুদ নিয়ে মজার একটা পোষ্ট !!!

আমরা সাধারনত আনন্দ ফুর্তি , হৈ-হুল্লর করার জন্যই গায়ে হলুদের অনুষ্ঠান করে থাকি । কিন্তু এ অনুষ্ঠানের নিয়মটা আসলে কি ? কেনই বা করা হয় ? এ গায়ে হলুদের নিয়মটা অতি প্রাচীন কাল থেকেই মেনে আশা হচ্ছে । এখনো আমাদের সমাজে বিবাহকে উপলক্ষ করে গায়ে হলুদ অনুষ্ঠান চলে আসছে । ঠিক কবে থেকে এই প্রথা চালু হয়েছে তা জানা যায় না , এই প্রথার মাধ্যমেই সেইসব মানুষদের বিজ্ঞানমনস্কতার যথেষ্ট প্রমান পাওয়া যায় । ● কারণ হলুদ শুধু চামড়ার উজ্জ্বলতাই ফিরিয়ে আনে না , দূর করে চামড়ার বহু রোগ যেমন_____ দাদ , খোস পাঁচড়া ইত্যাদি ।

এছাড়া গায়ের দুর্গন্ধও দূর করে হলুদ । এসব রোগের মধ্যে অনেক রোগই ছোঁয়াচে , যা একসঙ্গে বসবাস করলে ক্রমশ তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে । ● সে যুগে এ যুগের মত ঔষধ-পত্র ছিল না । ফলে অনেকেই দীর্ঘদিন এসব রোগে ভুগতো , কিন্তু বিবাহের মাধ্যমে এক বাড়ির রোগ আর এক বাড়িতে যাতে সংক্রমিত হতে না পারে সেজন্যই বিবাহের সাতদিন আগে হলুদ মাখার কড়াকড়ি নিয়ম চালু করা হয় । পরে তা পরিবর্তিত হয়ে আচারসর্বস্ব অনুষ্ঠানে পরিনত হয়েছে ।

আমার ফেসবুক লিংক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।