আমাদের কথা খুঁজে নিন

   

১৯ নভেম্বর নিউইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান একদিন এগিয়ে আনা হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে এই সংবর্ধনা ১৯ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুইন্সের লাগোয়ার্ডিয়া কমু্যনিটি কলেজের মিলনায়তনে।

এ বিষয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ড. শওকত আলী ও সদস্য সচিব আবু তাহের এক বিবৃতিতে বলেছেন, আগামী ২০ নভেম্বর হোয়াই হাউসে প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেলে ভূষিত বিবিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানে প্রেসিডেন্ট ওবামা যে সংবর্ধনার আয়োজন করেছেন তাতে বাংলাদেশের গৌরব নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসও একজন আমনি্ত্রত অতিথি।

এর আগে ইউনুস সেন্টারের নির্দেশনাতেই ২০ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়েছিল। হোয়াইট হাইসের আমন্ত্রণটি সাম্প্রতিক সময়ে নির্ধারিত হওয়ায় এর গুরুত্ব বিবেচনা করে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সংবর্ধনা কমিটি ও ইউনূস সেন্টার তারিখ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

এ হিসেবে আগামী ২০ নভেম্বর বুধবারের পরিবর্তে সংবর্ধনা অনুষ্ঠানটি একদিন আগে অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংবর্ধনা কমিটি।

এদিকে, ড. ইউনূসের সংবর্ধনাকে সফল করার জন্য ইতোমধ্যেই গণসংযোগ শুরু করেছে সংবর্ধনা কমিটি। এর অংশ হিসেবে গত সপ্তাহে ব্রঙ্কস, ব্রকলিন ও জ্যামাইকাতে সংবর্ধনা কমিটি পৃথকভাবে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।