আমাদের কথা খুঁজে নিন

   

চার দিনেই ১০০ কোটি

মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১০০ কোটির ব্যবসা করল কৃষ থ্রি। ১০০ থেকে ১৫০ কোটির বাজেটে তৈরি কৃষ থ্রি মাত্র চারদিনেই পেরিয়ে গেল সেঞ্চুরির কোটা। গত শুক্রবার থেকে সোমবার, ৪ দিনে বক্সঅফিস থেকে কৃষ থ্রি-র আয় ১০৮.৬১ কোটি।সেইসঙ্গেই একদিনে সব থেকে বেশি অঙ্কের ব্যবসা করার রেকর্ডও গড়ল কৃষ থ্রি। শুধু সোমবার কৃষ থ্রি-র ঝুলিতে এসেছে ৩৫.৯১ কোটি।উল্লেখ্য, গত সপ্তাহের শুক্রবারে এক সঙ্গে প্রায় ৩,৫০০টি স্ক্রিনে রিলিজ হয়েছে কৃষ থ্রি। প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজ করছে ছবিটি। সমালোচনা থাকলেও প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করেছে কৃষ থ্রি। দ্বিতীয় দিনেও একই ফর্ম অব্যাহত রেখে ভারতের সুপারহিরো হৃতিকের ঝুলিতে ঢুকেছে ২৩.২০ কোটি টাকা।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।