মোর প্রিয়া হবে
- মোঃ ওবায়দুল ইসলাম।
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?
তোমার তরে দিয়ে দেব এ জীবন খানি।
বুকের এ ছোট্ট ঘরে
চিরতরে
তুমি থাকবে এতটুকু জানি,
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?
আমার সমস্ত দেহ কায়, সত্তায়
দিবা নিশি শুধু বলে যায়
তোমার ওই নাম
অভিরাম
তোমার বিরহে রক্তাক্ত অন্তরখানি,
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?
সুখালয়, নিমহাওলা
১২/০৫/২০০৬
কবিতাটি ২৯/০৫/২০০৬ তারিখে বাংলাদেশ বেতার , খুলনা র অঙ্কুর থেকে প্রকাশিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।