আমাদের কথা খুঁজে নিন

   

সময় চলে যায় বলে__সুখগুলো গুলো ফিকে হয়ে আসে,



সময় চলে যায় বলে__সুখগুলো গুলো ফিকে হয়ে আসে, শাফিক আফতাব............... কী হবে এত স্বর্ণরৌপ্য দিয়ে___এত টাকা দিয়ে কী হবে, কী হবে এই আশীসান ফ্লাটের বিলাসের অনুষঙ্গ দিয়ে, কী হবে ব্যাংক ভর্তি পুঁজির পুজোয়__ সময় তো চলে গেছে__......... সময় চলে যায় বলে__সুখগুলো গুলো ফিকে হয়ে আসে, সময় চলে যায় বলে__ পুলকগুলো পানসে হয়ে আসে, সময় চলে যায় বলে__ভালোবাসাগুলো মরাগাছের মতো মরে যায়, সময় চলে যায় বলে__ভালোলাগাগুলো হয় লবনহীন ভাত। এই যে তুমি এত ভালোবাসা নিয়ে এলে, অসয় কোন গোলাঘরে রাখিব আমি __ এই যে তুমি প্রেমের অপরূপ পুতুল নিয়ে এলে__ আমি কী করে খেলবো__কী করে হবো অনুগামী। তারচে বরং চলে যাও, চলে গেলেই ভালো হবে__হয়তো। বেদনার ভারে যে বেদনাফুল অঙ্কুরিত হয়েছে এই হৃদয়ের বাগে, তারই ঘ্রাণই প্রোজ্বলিত থাক, তোমার সাতরাজার ধন তুমি নিয়ে যাও মেয়ে আগের মতোন তুমি আমাকে ঘৃণা করো।............ ০৬.১১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।