আমাদের কথা খুঁজে নিন

   

মহা বিপর্যয়

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর......

[রহমান রহিম আল্লাহ তায়ালার নামে] এক মহা বিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগ। কি সেই মহা দুর্যোগ? তুমি জান সে মহা দুর্যোগটা কি? এ হচ্ছে এমন এক দিন যেদিন মানুষ গুলো পশুর পালের মতো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যাবে। পাহাড়গুলো রং-বেরংয়ের ধুনা তুলার মতো হবে। এরপর যার ওজনের পাল্লা ভারী হবে সে অনন্ত কালের সুখের জীবন লাভ করবে। আর যার ওজনের পাল্লা হাল্কা হবে, ভয়াল গর্তটি হবে তার আশ্রয়দায়িনী মা। তুমি কি জান সে ভয়াল গর্তটি কি? তা হচ্ছে প্রজ্জ্বলিত আগুনের এক বিশাল কুন্ডলী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।