ভারত-পাকিস্তানের ওয়াঘা-আটারি সীমান্তের মতো এবার বাংলাদেশ-ভারতের বেনাপোল-পেট্রাপোল সীমান্তেও শুরু হলো ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’। এখন থেকে দুই সীমান্তের ফটক খোলার সময় নিজ নিজ দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে আর বন্ধ করার সময় তা নামিয়ে রাখা হবে। সে সময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার দুপুরে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। এ সময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সুভাষ যোশীসহ দুই দেশের কূটনীতিক ও বিশিষ্টজনেরা। প্রথম পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্তে সপ্তাহের তিন দিন শুক্র, শনি ও রোববার এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
৫৪ বছর ধরে জয়েন্ট রিট্রিট সেরিমনি চলছে ভারত-পাকিস্তানের ওয়াঘা-আটারি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।