‘সি’ গ্রুপের খেলায় পিছিয়ে থেকে সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে পয়েন্ট নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।
প্রথম লেগে বেলিজিয়ামের আন্ডারলেখটকে ৫-০ গোলে বিধ্বস্ত করা পিএসজি শুরুতেই এগিয়ে যেতে পারতো। কিন্তু মার্কো ভেরাত্তির ক্রসে আর্জেন্টাইন মিডফিল্ডার ইজিকুয়েল লাভেজ্জির হেড বারের ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় অতিথিরা।
এরপর স্বাগতিকদের হতাশ করেন ইব্রাহিমোভিচ। আন্ডারলেখটের রক্ষণভাগকে পেছনে ফেললেও সুইডিশ স্ট্রাইকারের জোরালো শট বারের ওপর দিয়ে যাওয়ায় আরেকটি সুযোগ নষ্ট হয়।
সুবিধাজনক জায়গায় থেকেও আলেক্সান্দার মিত্রোভিচের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রস্ট হলে ব্যর্থ হয়ে যায় অতিথিদের প্রথম সত্যিকারের সুযোগটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল পিএসজির সামনে। ইব্রাহিমোভিচের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
খেলার ধারার বিপরীতে ৬৮ মিনিটে ডেমি ডি জিওয়ের গোলে এগিয়ে যায় আন্ডারলেখট।
সমতা ফেরাতে দুই মিনিটের বেশি সময় নেয়নি ফরাসি জায়ান্টরা।
ইব্রাহিমোভিচের জোরালো শট থেকে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে বারে লেগে ফিরে এলেও ফিরতি শটে ঠিকই গোল করেন তিনি।
গ্রুপের অন্য খেলায় কোস্তাস মানোলাসের ১৩ মিনিটের একমাত্র গোলে পর্তুগালের বেনফিকাকে হারিয়ে শেষ ষোলোয় খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে গ্রীসের অলিম্পিয়াকোস।
৪ খেলা শেষে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপটির শীর্ষেই পিএসজি। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিয়াকোস। তিনে থাকা বেনফিকার পয়েন্ট চার।
টানা তিন হারের পর ড্রয়ের সুবাদে আন্ডারলেখটের পয়েন্ট এক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।