দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।
♪খালি হাতে ফিরিয়ে দিলে খারাপ দেখাতো। নিউজিল্যান্ড অভিযোগ করতে পারতো আইসিসির কাছে, 'বাংলাদেশ নূন্যতম ভদ্রতা দেখায়নি' বলে।
সুশীল সমাজের তোপের মুখে পড়তে পারতো মুশফিক, নাসিররা।
পুরষ্কার বিতরনীতে কিউই দলের জন্য ভাষ্যকারকে দিতে হতো সান্তনার বাণী।
এতসব সমস্যা তো হতে দেয়া যায় না। একটা ম্যাচ ছেড়েই নাহয় দিয়েছে। তাও বর্ডার লাইনে এসে থেমেছে টাইগার্স, যেন সামর্থ নিয়ে প্রশ্ন না ওঠে!
√পরিশেষে কথা দুই লাইনেরঃ
বাংলাদেশ ক্রিকেট দলের শক্তি, সামর্থ্য নিয়ে বলতে আর বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই।
বাংলাদেশ আজকাল শুধু ভালই নয়, শক্তিশালি প্রতিপক্ষ। এই দলের বিপক্ষে জয়! মানে বোঝেন মিলস?
ধন্যবাদ, আবার আসবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।