জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক তাবলীগ এবং দাওয়াত দ্বীন ইসলামের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ন বিষয়। প্রত্যেক মুসলমানগনের জন্যই তাবলীগ ও দাওয়াতের হুকুম রয়েছে। তবে তাবলীগ দুই ধরনের ।
১)তাবলীগে আম
২) তাবলীগে খাছ
তাবলীগ যারা করেন তাদেরকে বলা হয় মুবাল্লিগ।
মুবাল্লিগ দুই ধরনের।
১)মুবাল্লিগে আম
২)মুবাল্লিগে খাছ
তাবলীগে আম করবেন মুবাল্লিগে খাছ। আর তাবলীগে খাছ করবেন মুবাল্লিগে আম।
কিন্তু তাবলীগ এবং দাওয়াত তো হলো আমল। যা ঈমান আনার পর করতে হবে।
ঈমান বা আক্বীদা শুদ্ধ না করে পাহাড় পাহাড় আমল করলেও কোন লাভ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।