আমাদের কথা খুঁজে নিন

   

শীত আসে শীত যায় সুমনা আসেনা



শীত আসে শীত যায় সুমনা আসেনা শাফিক আফতাব.................... আসন্ন শীতে ভেসে এলো ঘাসের ঘটনা __ কত সুন্দর লকলকে ছিলো আমার সুমনা, কত সুন্দর নরম ছিলো সুমনা আমার, কত রূপ অপরূপ মুখের খামার ! তাকে মনে হলো আজ নির্জন সন্ধ্যায়, বিমোহিত মন মোর কী করি হায় ! একদিন মেলেছিলো তার নরম পাখা একদিন খুলে দিয়েছিলো হাতের শাঁখা। দিন গেছে রাত গেছে_সময় গেছে __ আমার সুমনার ভালোবাসা বেঁচে আছে মন দিয়ে প্রাণ দিয়ে নিবিড় করেছিলো মধুর গল্পে কতদিন বিকলে হয়েছিলো। শীত আসে শীত যায় সুমনা আসেনা আগের মতোন একদিও ভালোবাসে না। ০৬.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।