স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।
তুমি নেই,তুমি আছ- তুমি থাকবে
তুমি ছাড়া কে বলো মনে রাখবে?
কত কথা,কত স্মৃতি-কতো আলাপন
গল্প,কবিতায় মিশে যাওয়া বন।
এত ব্যথা,এত চাওয়া-মিথ্যের ফিরে যাওয়া
তবু তুমি নেই তো আগেরি মতন
চাঁদের কলঙ্ক বধূ-ভালোবাসো আপন শুধু
তবে কি মিলনের ইচ্ছে যাচাই?
কামনার ঢেউতে তোমার চাহনিগুলি
কতকাল দেখা হয় না!
বলনা তুমি
ফিসফিস কথারা কেনো আসে না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।