আমাদের কথা খুঁজে নিন

   

শেষ হাসি নিউজিল্যান্ডের

জেমি সিডন্স। বাংলাদেশ দলের সাবেক কোচ। এখন নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটনের ম্যানেজার। ২০১০ সালে সিডন্সের অধীনেই টাইগাররা নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে। এবার দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ হয় কিউইরা।

বার বার নিউজিল্যান্ডের ব্যর্থতার জন্য ভালো প্রশিক্ষণের অভাবকেই দায়ী করেছেন সিডন্স। একদিন আগেই তিনি বলেছিলেন, 'নিউজিল্যান্ড দলে ভালো ক্রিকেটার আছে। কিন্তু তারা মোটেও ভালো প্রশিক্ষণ পাচ্ছে না। এ কারণেই বার বার বাংলাদেশে গিয়ে খারাপ করছে। ' সিডন্সের এমন কথায় যেন ক্ষেপে গিয়েছিলেন কিউইরা! তাই তো কাল মিরপুরে যেন রানের বন্যা বইয়ে দিলেন।

প্রথমে ব্যাট করে ২০৪, অতঃপর ১৫ রানের দারুণ এক জয়। ব্যর্থতার সফরেও বিজয়ের সুবাস নিয়েই এখন ঘরে ফিরবেন কিউইরা।

অনিশ্চয়তার ক্রিকেটে সবচেয়ে বেশি অনিশ্চয়তা বুঝি টি-২০তেই। এই ফরম্যাটে কাউকে ফেবারিট বলার উপায় নেই। এখানে কৌশলও ব্যর্থ হয়ে যায় বার বার।

বুদ্ধিমত্তাও হোঁচট খায় অনেক সময়। তাই কাল কোনো পরিকল্পনাই কাজে লাগেনি বাংলাদেশের। যদিও লড়াই করেই হেরেছে টাইগাররা। কিন্তু ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর এমন হার কোনো ক্রমেই মানতে পারছেন না মুশফিক। টাইগার দলপতির কণ্ঠে তাই আক্ষেপ, 'সত্যি কথা বলতে কি, এ ম্যাচে আমাদের কোনো পরিকল্পনাই ছিল না।

ধুম-ধারাক্কা ব্যাটিং করে অনেক রান করেছি বলেই, বলার উপায় নেই যে আমরা ভালো খেলেছি। আমরা তো টি-২০ বুঝতেই পারছি। ছয় মাস পর পর একটা করে ম্যাচ খেললে কি আর বুঝা যায়! আমাদেরকে তো খেলার সুযোগ দিতে হবে। '

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কিউইদের মনই যেন ভেঙে গিয়েছিল। কিন্তু শেষ ম্যাচে জয় যেন নিউজিল্যান্ডের কাছে অঙ্েিজনের মতো।

ম্যাচ সেরা কলিন মানরোর কথায় অবশ্য তাই মনে হয়, 'সিরিজটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। স্বস্তি পাচ্ছিলাম না কিছুতেই। কিন্তু এখন শেষ ম্যাচটি জিতে অনেক ভালো লাগছে। অনেক দিন থেকেই আমি রানের জন্য ক্ষুধার্ত ছিলাম। এ ম্যাচে রান পেয়েছি, দলও জিতেছে।

এখন ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ডে ফিরে যেতে পারব। ' অধিনায়ক কাইল মিলসের বুক থেকেও যেন একটা বিরাট পাথর নেমে গেল। ম্যাচ শেষে কিউই দলপতি বলেন, 'গত কয়েক সপ্তাহ ছিল আমাদের জন্য খুবই কঠিন। অনেক বাজে সময় পার করেছি আমরা। শেষ ম্যাচে জয়টা মনে স্বস্তি এনে দিয়েছে।

এ ম্যাচের আমাদের চার-পাঁচজন তরুণ ক্রিকেটার অনেক ভালো করেছে। ভালোই লাগছে। '

কাইল মিলস মনে করেন বাংলাদেশ এখন ভয়ঙ্কর দল। ঘরের মাঠে তাদের হারানো মোটেও সহজ নয়। তাই টি-২০ সিরিজটি জিতে দারুণ খুশি তিনি।

এই জয়কে শ্রীলঙ্কা সফরের জন্য অনুপ্রেরণা হিসেবে ভাবছেন মিলস। তিনি বলেন, 'ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর আমাদের মানসিক অবস্থা ভালো থাকার কথা নয়। তারপর এই জয়ে অনেক ভালো লাগছে। এটা শ্রীলঙ্কা সফরে আমাদেরকে ভালো করতে উৎসাহিত করবে। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।