আমাদের কথা খুঁজে নিন

   

দুই তিন দিন প্রতিক্ষার পর আবারও রবির ফ্রি ইন্টারনেট সেবা চালু ( অ্যান্ড্রয়েড)

তিন দিন প্রতিক্ষার পর আবরও রবির ফ্রি ইন্টারনেট সেবা চালু হলো। আর কোন চিন্তা নয় এখন থেকে সর্বক্ষন ফ্রি নেট চালান, আর রবিকে বাশঁ দিন। আমি গতকাল রাতে ৫০০ এমবি ডাউনলোড করেছি। আপনারা আবার শুরু করে দিন। বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করবোনা।

যারা জানেন তাদের জন্য: শুধু একটি রবি সিম হলেই চলবে, ব্যালেন্স ০ টাকা। নতুনদের জন্য:আপনি একটি রবি সিম ম্যনেজ করেন। যাহার ব্যালেন্স ০ টাকা, টাকা থাকলে কেটে নিবে, তার পর নিচের মতো Access Pint তৈরী করেন
Access point: Name: gpinternet APN: GP INTERNET APN Type: default Proxy: 10.128.1.2 Port: 8080 আর বাকি সব ঠিক থাকবে। এটাকে default হিসেবে save করুন। এবার আপনার মোবাইলটাকে রিষ্টার্ট দিন, নেটের কানেকশান দিন, আর মেতে উঠুন ফ্রি রবি সেবার সাথে।


সূত্র: এখানে

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।