রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত। এতে একজন গুলিবিদ্ধ হন। গতকাল বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মামুনুর রশিদ (২৫) এসএ পরিবহনের গাড়ির চালক।
জানা গেছে, গতকাল রাত ১টার দিকে অফিসের কাজ শেষে সুপারভাইজার বাবুল বাসার উদ্দেশে রওয়ানা দেন। অফিস থেকে বের হওয়ার পর আগ মুহূর্তে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এসময় তিনি দৌড়ে অফিসে আশ্রয় নিলে তারা অফিসে ঢুকে বাবুলের উদ্দেশে গুলি চালায়। সন্ত্রাসীদের গুলিতে সেখানে উপস্থিত থাকা চালক মামুন গুলিবিদ্ধ হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।