আমাদের কথা খুঁজে নিন

   

এক শর্তে এ যাত্রা টিকে গেল ব্ল্যাকবেরি

ব্ল্যাকবেরির অস্তিত্বকে বাঁচাতে বিক্রি হওয়া ছাড়া যেখানে কোনো গত্যন্তর ছিল না, সেখানে শেষপর্যন্ত একটি সমাধান খুঁজে পেয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। হন্যে হয়ে ক্রেতা খুঁজে ব্যর্থ হয়ে অবশেষে বিক্রির চিন্তা থেকে সরে এসেছে ব্ল্যাকবেরি। বিনিয়োগকারীদের কাছ থেকে আপাতত ১০০ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য নিয়ে ব্ল্যাকবেরিকে ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ নিচ্ছেন কর্তৃপক্ষ। তবে শর্ত থাকছে যে, ব্ল্যাকবেরির বর্তমান প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্সকে সরে দাঁড়াতে হবে।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ৪ নভেম্বর ব্ল্যাকবেরির সবচেয়ে বেশি পরিমাণ শেয়ারহোল্ডার ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস ও অপরিচিত আরেকটি আর্থিক প্রতিষ্ঠান মিলে ব্ল্যাকবেরিতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

এতে করে ব্ল্যাকবেরি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এ ছাড়াও থ্রস্টেন হেইন্স সরে দাঁড়ানোর ফলে সাইবেস নামের প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী জন এস. চেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন।

এ ছাড়াও ব্ল্যাকবেরির পরিচালনা পর্ষদে ফিরে আসবেন ফেয়ারফ্যাক্সের চেয়ারম্যান প্রেম ওয়াটসা। এর আগে প্রেম ওয়াটসা ব্ল্যাকবেরির পরিচালনা পর্ষদে থাকলেও ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা বদলের সময় তিনি পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। বাজার বিশ্লেষকেরা বলছেন, একসময় বাজারের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন, আইফোন ও উইন্ডোজ ফোনের সঙ্গে বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরেই ব্ল্যাকবেরিকে লাভের ধারায় ফেরাতে চেষ্টা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রিম নাম থেকে ব্ল্যাকবেরি নাম দেওয়া, নতুন অপারেটিং সিস্টেমের উন্নয়ন এবং নতুন স্মার্টফোন বাজারে আনা সত্ত্বেও ব্ল্যাকবেরি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।

ব্ল্যাকবেরির বর্তমান প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স ব্ল্যাকবেরির নতুন অপারেটিং সিস্টেম ও নতুন স্মার্টফোন নিয়ে নতুন পরিকল্পনা করলেও তা কাজে লাগেনি। শেষ পর্যন্ত লোকসানে ডুবতে থাকা ব্ল্যাকবেরির জন্য বিক্রি হওয়া ছাড়া আর পথ খোলা ছিল না। ¯্মার্টফোন ব্যবসায় ধুঁকতে থাকা ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ সম্ভাব্য ক্রেতা হিসেবে গুগল, ফেসবুক, সিসকো, এসএপির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও করেছিল।

ব্ল্যাকবেরির স্মার্টফোন ব্যবসার পুরো অংশ বা অংশবিশেষ বেচতে আগ্রহী ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এরই অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর ৪৭০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস। ফেয়ারফ্যাক্সের প্রস্তাব নিয়ে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগেই সমাধান খুঁজে পেল প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আর এ সমাধান হিসেবে সরে দাঁড়াতে হচ্ছে থ্রস্টেন হেইন্সকে।



সোর্স: http://www.prothom-alo.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।