আমার এখন দুঃসময়ের দিন
শাফিক আফতাব............
আমার এখন দুঃসময়ের দিন
আমার এখন অনেক টাকার ঋণ
আমার এখন শান্তি কিছু নাই
আমার এখন জান বাঁচাটাই ধাই
আমার এখন হাতটা বড় খালি
আমার এখন হাতের পরে কালি
আমা এখন পুজিঁপাট্টা নাই
আমার এখন জানটা বাঁচা দাই।
এখন ভাই কৃমিনালের দিন
তারাই ভালো বাজায় নবীন বীণ
তারাই এখন ঘোরায় কলের চাকা
আমার কিন্তু সমস্তটাই ফাঁকা
নুন আনতে পান্তা গিলে খাই
ঠাণ্ডা বাশি যা পাই তা খাই
দুঃখ আমার কে বুঝিবে ভাই
কষ্ট বোঝার মানুষ তো আর নাই।
আমরা এখন জীর্ণ পড়ে থাকি
শীর্ণ চোখে আকাশটাকে দেখি
মৃত্যু মোদের কখন আসবে হায় !
এখন যে ভাই জান বাঁচাটাই দায়।
০৭.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।