বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়।।
আমি কিছুর কিচ্ছুই হইলাম না
স্বাদ পাইলাম না কিছুর
তবুও চেয়ে চেয়ে থাকি আশায়
যেমন চেয়ে থাকে বাছুর!
আমি প্রেমিক হতে চেয়েছিলাম
শরতের যুগের দেবদাসের মতো
কিংবা ইদানীং কালের হিমু-
কদমফুল হাতে সারাটি রাত বৃষ্টি ভেজা
আমি ঝাঁকড়া বাবরি চুলের প্রেমিক হতে চেয়েছিলাম
খোঁচা খোঁচা বাড়ন্ত দাঁড়ি গোঁফে
নেভালের দেয়ালে আকণ্ঠ পান করে করে
কিংবা বেলাভূমির বিদগ্ধ গোধূলিতে
কিন্তু আমি পথ মাড়াতে পারি নি কখনোই
ঢেউর মতন আমি সবসময় আছড়ে পড়েছি তীরে
ছোট ছোট পাহাড়গুলো ছিল আমার জন্য হিমালয়
ডাবের আশায় রাতবিরাতে দাড়িয়ে ছিলাম গাছতলায়-
দাঁড়তে দাঁড়াতে শিকড় গজাতে শুরু হয়ে গেছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।