আমাদের কথা খুঁজে নিন

   

A Guy with 533+ Kids!!! এক যে আছে ৫৩৩+ সন্তানের পিতা!!!

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
ডেভিড চল্লিশোর্ধ এক কান্ডজ্ঞানহীন ছাপোষা ফরাসি কানাডিয়ান, কায়ক্লেসে যার জীবন চলে। এক তরুণী মহিলা পুলিশের সাথে জটিল প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে সে। এক দিন বান্ধবী দিল আনন্দ সংবাদ। দু'জনের জীবনে নতুন অতিথি আসছে।

অথচ জীবনের প্রতি উদাসিন ডেভিডের জন্য অপেক্ষা করে আরো বড় কোন বিশ্ময়। এক দিন বাড়ী ফিরে ডেভিড জানতে পারে তার বিয়ল্লিশ বছরের জীবনে সে ইতমধ্যে ৫৩৩ সন্তানের বাবা হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ডেভিডের জীবনে তমশা নেমে আসে যখন সে খবর পায় এর মধ্যে ১৪২ জন সন্তান তাদের বাবার পরিচয়ের জন্য মামলা করে বসেছে! কানাডিয় অভিনেতা লেখক কেন স্কট এরকম অদ্ভুত একটা গল্প নিয়ে ২০১১ সালে তৈরী করেছিলেন ফরাসি ভাষায় কানাডিয় ছবি স্টারবাক। কমেডি ঘারানার ছবিটি মুক্তির পর দর্শক সমাদ্রিত হয়। ব্যাবসা সফল ছবিটি সে বছর কুইবেক প্রদেশের ক্ষুদ্র বক্স অফিস হতে সংগ্রহ করে নেয় ৩৩ লাখ ডলারেরও বেশী।

মজার ব্যাপার হলো ২০১২ সালে বলিউডে সুজিত সিরকার নির্মাণ করেন কানাডিয়ান ব্যাবসা সফল ছবি স্টারবাক এর রীমেক, নাম ভিকি ডোনার। ছবিটি বলিউডেও ভালো ব্যাবসা করে। উইকি তথ্য পড়ে জানাযায়, বিশ্বব্যাপী বিস্তৃত বলিউড মার্কেটে সে বছর প্রায় দশ মিলিয়ন ডলালের ব্যাবসা করে ভিকি ডোনার। সেই সাথে জুটে যায় সমালোচকদের সমাদর এবং এ ছবিতে অভিনয়ের জন্য সে বছর শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতার জাতিয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান অভিনেতা অন্নু কাপুর। এদিকে মূল ছবি স্টারবাক এর কানাডিয় পরিচালকও বসে নেই।

২০১১ থেকে ২০১৩ মাত্র তিন বছরের মাথায় কুইবেক এর পরিচালক কেন স্কট তাঁর নিজের নির্মীত ছবিই আবার পুনরনির্মাণ করলেন। এবার ইংরেজী ভাষায়। টার্গেট হলিউডের সিনেমা অডিয়েন্স। ছবির নাম তিনি এবার রেখেছেন, ডেলিভারী ম্যান। এমন নিজের ছবির রীমেক নিজেই করার পরিচালক পৃথিবীতে মোটামুটি হাতেগোনা।

ছবিটি আমেরিকান থ্যাংক্স গিভিং ডে উপলক্ষে সমগ্র আমেরিকায় আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে। দেখা যাক ফ্রেঞ্চ আর হিন্দি ভাষার দর্শকের পর এবার ইংরেজী ভাষায় ৫৩৩+ সন্তানের এই জনককে তাঁর সন্তানেরা কিভাবে নেয়, সাথে আমরা দর্শকতো বিশ্ময় নিয়ে উদগ্রীব হয়ে রইলামই। Starbuck (2011) http://www.youtube.com/watch?v=Z2MD0qJkWzU Vicky Donor (2012) http://www.youtube.com/watch?v=Jme-VkIzkoU Delivery Man (2013) http://www.youtube.com/watch?v=yGAktL45XNQ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।