আমাদের কথা খুঁজে নিন

   

জমে উঠেছে সুপার সিক্সে ওঠার লড়াই

সুপার সিঙ্রে আশা জিইয়ে রাখতে জিততেই হতো প্রাইম ব্যাংককে। সে কাজটা খুব ভালোভাবেই গতকাল সেরে নিয়েছে প্রাইম ব্যাংক। সাত উইকেটের বড় ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে উঠে এসেছে সুপার সিক্সে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটে একই দিন জয় পেয়েছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী ২৭ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে এবং শেখ জামাল ৬ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে গতকাল খেলতে নেমেছেন জাতীয় দলের সব ক্রিকেটার।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে লিয়াম ডওসন ও এনামুল জুনিয়রের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০.১ ওভারে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে গতকাল খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন নাসির হোসেন। ডওসন ও এনামুল উভয়েই উইকেট নেন তিনটি করে। ইংলিশ ক্রিকেটার রবি বোপারা নেন ২ উইকেট। ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার সৈকত আলীর অপরাজিত ৮১ রানে ভর করে ২৩.৫ ওভার আগেই লিগের পঞ্চম জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

৯ ম্যাচে প্রাইমের পয়েন্ট ১০। ১২ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে গাজী ট্যাংক। সমান সংখ্যক ১২ পয়েন্ট নিয়ে একই সঙ্গে অবস্থান করছে প্রাইম দোলেশ্বর ও মোহামেডান। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলাবাগান ক্রিকেট একাডেমি এবং ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে শেখ জামাল ও প্রাইম ব্যাংক। বিকেএসপি-৩ নম্বর মাঠে আবাহনী তৃতীয় জয় তুলতে গতকাল ২২৭ রান করে ৪৯.৩ ওভারে।

দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ইংলিশ ক্রিকেটার গ্রেগরি স্মিথ। ১০৮ বলের ইনিংসটিতে ছির ৮টি চার। শেষ দিকে অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৪ রান করেন। ব্রাদার্সের অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ৪১ রানে নেন ৪ উইকেট। ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় ব্রাদার্স।

গোপীবাগের দলটির পক্ষে ২৮ রান করেন শ্রীলঙ্কান ক্রিকেটার থিলান সামারাবিরা। আবাহনীর ৩ জয়ের বিপক্ষে ব্রাদার্সের এটা চতুর্থ হার। বিকেএসপি-২ নম্বর মাঠে খেলাঘর প্রথমে ব্যাট করে ১৯০ রান করে ৪৬.৫ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন স্টিভেন মুলানি। ১৯১ রানের টার্গেটে খেলতে নেমে শ্রীলঙ্কান দিলশান মুনাভিরার ৮৮ রানে ভর করে ৩৫.২ ওভারে পঞ্চম জয় তুলে নেয় শেখ জামাল।

টাইগার অধিনায়ক দীর্ঘদিন ক্লাবের পক্ষে খেলতে নেমে রান করেন ৩১।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।