আমাদের কথা খুঁজে নিন

   

কিছু বলি নাই বলে দুর্বল ভেবো না



কিছু বলি নাই বলে দুর্বল ভেবো না শাফিক আফতাব.................. আমি কিছু বলি নাই বলে তুমি দুর্বল ভেবেছিলে বললে যে লঙ্কাকাণ্ড ঘটতো, ত কি ভেবেছিলে__? এমনই হয়___আমাদের সমাজে, আর দেশে, বিজ্ঞ কেনো প্রান্তিক আর তৃণমূলে মেশে ? আমি কিছু বলি নাই বলে ভেবোনা কিছু বলবো না তুমি ভিসুভিয়াসের আগুণ দেখোনা ? জ্বললে তবে অমন করে জ্বলবো, বললে তবে বলার মতোন বলবো__ তাই ভেবোনা__কিছু আর বলবো না, বলবো যেদিন শুধবো লেনাদেনা। চুপটি তাই ঘাপটি মেরে থাকি যা আঁকার তা কলম খোঁচায় আঁকি যা থাকবে বাকি___মুখেই কিন্তু বলবো মরার আগে ভালো করেই বলবো। কিছু বলি নাই বলে দুর্বল ভেবো না কত আমি রাগতে পারি দেখবো লক্ষ্মী সোনা। ০৭.১১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।