আমাদের কথা খুঁজে নিন

   

সময় হলে এসো বন্ধু বাচাও মায়ের জান।,এই মাই রাখবে তোমার মান।



আমি অনি বর্ষা ফেইসবুকে মায়ের বেদনা গুলো জানাতে হিন্দু মুসলমান মোরা যে একই মায়ের সন্তান ,খ্রিষ্ঠান বোদ্ব ,সওতাল বিল গাড়ে মগ ,মোড়ং সবই তো এই ময়েরই নাড়ি ছেড়া সন্তান। তাই জানতে এসেছি। আন্ত বিলাপ , কি খেয়েছি,কোথায় যাচ্ছি,কি করছি এসব জনাতে একেবারেই আনিহা তোমাদের এই বন্ধুটি। @রুদ্র সাইফুল এই লোকটা আমকে প্রায় বিরক্ত করত কি করি,কোথায় পড়ি,কি খায়,হেনতেন বিসানদেট আমি রিতিমত বিরক্ত হতাম। আমি কারো মনোরন্জন করতে পারিনা ,আবার কাউকে গালিও দেই না এবং যা বলা প্রয়োজন তাই বলি কেউ কষ্ট পাক , কেঊ খুশি হোক তার ব্যাপার।

কারে সহ্যের বাদ যদি আমার দ্বারা ভেঙ্গে খান খান হয়ে যায় তবে ক্ষমা করো আমায় , আমি যে সত্যের কছে বড় অসহায় । পড়াশুনা দেখতে পারেন প্রফাইলটা। পরিচয় পএ টা দওয়ার প্রায়োজন মনে করিনা। এবার প্রশ্ন পরিচয়-জন্ম স্হান- বি-বাড়ীয়া নবীনগর আর বলছিনা নিজেকে লোকানের আরেক চেষ্ঠা তাও বলতে পারেন। যখন সময় হবে হয়ত আমার পরিচয় দেব না হয় বেদনা মাখা জীবন নিয়ে ছোটে যাব কোন নিঝুম বনে ।

আসবনা কারো কাছে চাইতে একটু মায়ের জন্য ভিক্ষা মেনে নেব আমি হয়ত পয়নি আসল শিক্ষা। অনি সবাইকে ধন্যবাদ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।