আজ আর মনে নেই কে ভালোবেসে গেছে
শাফিক আফতাব..................
কতদিন তুমি আমি এই দিঘির পাড়ে,
বসে বসে চলে গেছে কত কত দিন __
কত কত ভালোবাসা কত পুলকের দানা,
কত কথা বলেছিলে কাহিনি অজানা।
আমি আজ একা থাকি পাশে কেউ নাই,
তুমি আজ নাই বলে সব তো বৃথাই__।
তুমি মোরে দিয়েছিলে বলিবার ভাষা,
তুমি মোর দিয়েছিলে হৃদয়ের রেণু,
তোমারে পেয়ে য়ে আমি কী যে হয়েছিনু__
আজ নেই সেখানেতে কোনো যাওয়া আসা।
সময় চলে গেছে তাই ভাঙা দিঘি-পাড়,
রঙিন জলেতে কেউ দেয় না সাঁতার__
কেউ এসে এখানেতে পাশে বসেনা,
কেউ এসে বলেনা মোরে ও লক্ষ্মী সোনা !
আচমকা এসে গেছি জীবনের শেষে _
আজ মনে নেই আর কে ভালোবেসে গেছে !
০৮.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।